• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লালমাই

লালমাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, লালমাই
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২: ২৪
logo

লালমাইয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, লালমাই

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২: ২৪
Photo

যানজট ও জনভোগান্তি এড়াতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের একদিন আগে মাইকিং করে স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে মহাসড়কের দুইপাশের এসব স্থাপনার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টিম অংশগ্রহণ করেন।

নোয়াখালীমুখী সড়কের বাগমারা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বাগমারা-ভুশ্চি সড়ক এবং বাগমারা রেলগেইট এলাকা পর্যন্ত সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। এসময় উপস্থিত ছিলেন লালমাই সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মাহাদী, লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন, বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক কাজী ইকবাল হোসেন কাজল ও শিক্ষানুরাগী তারেকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অভিযানে ভেঙ্গে ফেলা হয় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট, ঝুলন্ত স্টিল সিঁড়ি, পাকা ভবন, সাইনবোর্ড ও বিলবোর্ড। গুড়িয়ে দেয়া হয় ভাসমান ব্যবসা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের শতাধিক অবৈধ স্থাপনা। দখলমুক্ত করা হয় ফুটপাত ও চলাচলের রাস্তা।

স্থানীয়রা জানান, সড়কের পাশের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে একাধিক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এ উচ্ছেদ অভিযানে বাগমারা বাজারের যানজট এবং জনভোগান্তি কিছুটা হলেও কমবে। উচ্ছেদের পর পুনরায় যেন দখলদাররা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে পারে সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রি খীসা বলেন, 'গত ২৫ আগস্ট বাগমারা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে যানজট ও জনভোগান্তি কমাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই প্রেক্ষিতে বাগমারা বাজরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের আগে আমরা গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছিলাম। যেসকল অবৈধ স্থাপনা সরানো হয়নি,সেগুলোতে অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে। অভিযানের সময় প্রত্যেক ব্যবসায়ীকে তাঁদের মালপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, দখলমুক্ত স্থানে পুনরায় দখল করে অবৈধ স্থাপন নির্মাণ করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারসমূহেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

Thumbnail image

যানজট ও জনভোগান্তি এড়াতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের একদিন আগে মাইকিং করে স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে মহাসড়কের দুইপাশের এসব স্থাপনার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের টিম অংশগ্রহণ করেন।

নোয়াখালীমুখী সড়কের বাগমারা উত্তর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বাগমারা-ভুশ্চি সড়ক এবং বাগমারা রেলগেইট এলাকা পর্যন্ত সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। এসময় উপস্থিত ছিলেন লালমাই সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মাহাদী, লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লোকমান হোসেন, বাগমারা বাজার পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক কাজী ইকবাল হোসেন কাজল ও শিক্ষানুরাগী তারেকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অভিযানে ভেঙ্গে ফেলা হয় সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট, ঝুলন্ত স্টিল সিঁড়ি, পাকা ভবন, সাইনবোর্ড ও বিলবোর্ড। গুড়িয়ে দেয়া হয় ভাসমান ব্যবসা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের শতাধিক অবৈধ স্থাপনা। দখলমুক্ত করা হয় ফুটপাত ও চলাচলের রাস্তা।

স্থানীয়রা জানান, সড়কের পাশের সরকারি জায়গা ও ফুটপাত দখল করে একাধিক প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এ উচ্ছেদ অভিযানে বাগমারা বাজারের যানজট এবং জনভোগান্তি কিছুটা হলেও কমবে। উচ্ছেদের পর পুনরায় যেন দখলদাররা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ না করতে পারে সেদিকে নজর রাখতে হবে প্রশাসনকে।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রি খীসা বলেন, 'গত ২৫ আগস্ট বাগমারা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে যানজট ও জনভোগান্তি কমাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই প্রেক্ষিতে বাগমারা বাজরে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের আগে আমরা গণবিজ্ঞপ্তি ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেছিলাম। যেসকল অবৈধ স্থাপনা সরানো হয়নি,সেগুলোতে অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়েছে। অভিযানের সময় প্রত্যেক ব্যবসায়ীকে তাঁদের মালপত্র সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, দখলমুক্ত স্থানে পুনরায় দখল করে অবৈধ স্থাপন নির্মাণ করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারসমূহেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী ও মা হত্যাকাণ্ড; আসামির ফাঁসির দাবি

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

৩

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

৪

দেবীদ্বারে ১০০ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের আশ্বাস

৫

নওয়াব ফয়জুন্নেছার ১২২ তম মৃত্যুবার্ষিকী আজ

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের  শিক্ষার্থী ও মা হত্যাকাণ্ড; আসামির ফাঁসির দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী ও মা হত্যাকাণ্ড; আসামির ফাঁসির দাবি

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

১৩ ঘণ্টা আগে
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী

১৬ ঘণ্টা আগে
দেবীদ্বারে ১০০ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের আশ্বাস

দেবীদ্বারে ১০০ শয্যার হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের আশ্বাস

১৭ ঘণ্টা আগে