৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে হবে
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত লে. কর্ণেল (অব.) এম আনোয়ার উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লাকসাম উপজেলা বিএনপি। আজ সোমবার উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।
কমিটির আহ্বায়ক লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীকে যুগ্ম আহ্বায়ক, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদলকে সদস্য সচিব, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকনকে সদস্য ও লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি নূর হোসেনকে সদস্য করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় সামিরা আজিম দোলা গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির প্রার্থী আবুল কালামের অনুসারীরা তাঁর গাড়িবহরে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। একই সঙ্গে যানবাহন ভাঙচুর করে। এতে সামিরা আজিম দোলাসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় আহতরা কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে আজ হাসপাতালে যান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
তবে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করা হচ্ছে। আমিও এ ঘটনার বিচার চাই। এজন্য তদন্ত কমিটি গঠন করেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সামিরা আজিম দোলা বলেন, আবুল কালামের লোকজনই আমার ও বাবার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমিও আহত হয়েছি। দল নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত লে. কর্ণেল (অব.) এম আনোয়ার উল আজিমের মেয়ে সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লাকসাম উপজেলা বিএনপি। আজ সোমবার উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। কমিটিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়।
কমিটির আহ্বায়ক লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীকে যুগ্ম আহ্বায়ক, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদলকে সদস্য সচিব, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকনকে সদস্য ও লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি নূর হোসেনকে সদস্য করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় সামিরা আজিম দোলা গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপির প্রার্থী আবুল কালামের অনুসারীরা তাঁর গাড়িবহরে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। একই সঙ্গে যানবাহন ভাঙচুর করে। এতে সামিরা আজিম দোলাসহ অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় আহতরা কুমিল্লা ও লাকসামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে আজ হাসপাতালে যান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
তবে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেন, নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করা হচ্ছে। আমিও এ ঘটনার বিচার চাই। এজন্য তদন্ত কমিটি গঠন করেছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সামিরা আজিম দোলা বলেন, আবুল কালামের লোকজনই আমার ও বাবার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। আমিও আহত হয়েছি। দল নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।