নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে ওই বাসের চালক, হেলপার এবং যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কুমিল্লার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আদেল আকবর বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের কেউ বলছেন অন্য একটি অজ্ঞাত বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আবার কেউ বলছেন চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ ঘটনায় কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
পদ্মা এক্সপ্রেস বাস চাঁদপুর থেকে ঢাকা রুটে চলাচল করে। রোববার বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল।
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে ওই বাসের চালক, হেলপার এবং যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের কুমিল্লার লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আদেল আকবর বলেন, বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়দের কেউ বলছেন অন্য একটি অজ্ঞাত বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আবার কেউ বলছেন চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এ ঘটনায় কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
পদ্মা এক্সপ্রেস বাস চাঁদপুর থেকে ঢাকা রুটে চলাচল করে। রোববার বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার দিকে যাচ্ছিল।