লালমাইয়ে ২ ইয়াবা কারবারি গ্রেপ্তার

লালমাই প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১২: ৩১
Thumbnail image

কিছুদিন ধরে কুমিল্লার লালমাইয়ে ইয়াবার বেচাকেনা বেড়েছে। তরুণ ও শ্রমজীবিরা ইয়াবায় আসক্ত হয়ে পড়ছে। বিষয়টি নজরে আসায় শনিবার রাতে পুলিশ ও সেনাসদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে দুই ইয়াবা কারবারীকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত ১শ ৭০ পিচ উদ্ধার করা হয়।

আজ রোববার বিকেলে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটরা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে শাহ আলম (৪০) এবং বাগমারা উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ধনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এনামুক হক পারভেজ (২৪)।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর ধনপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে ১শ পিচ ইয়াবাসহ এনামুল হক পারভেজ এবং রাত সাড়ে ৩টায় পেরুল দক্ষিণের ভাটরা গ্রামস্থ নিজ বাড়ি থেকে ৭০ পিচ ইয়াবাসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে এই থানায় যোগদান করেছি। এসেই মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ শুরু করেছি। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে। আটক ২ ইয়াবা কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত