নাঙ্গলকোট প্রতিনিধি

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মাহবুবুল হক ভূঁইয়া (৬০) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় ঘটনাটি ঘটে। তাঁর গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী। তিনি নাঙ্গলকোটের কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে মাহবুবুল হক ভূঁইয়া একটি রাজনৈতিক মামলার হাজিরা দিতে লাকসাম থেকে সিএনজি চালিত অটোরিকশা করে কুমিল্লায় যাচ্ছিলেন। তাঁকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি লালমাইয়ের রতনপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বারপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মাহবুবুল হক ভূঁইয়া (৬০) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টায় ঘটনাটি ঘটে। তাঁর গ্রামের বাড়ি নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী। তিনি নাঙ্গলকোটের কালাচৌঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে মাহবুবুল হক ভূঁইয়া একটি রাজনৈতিক মামলার হাজিরা দিতে লাকসাম থেকে সিএনজি চালিত অটোরিকশা করে কুমিল্লায় যাচ্ছিলেন। তাঁকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি লালমাইয়ের রতনপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ তাঁকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।