কুমিল্লায় ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টায় হয়নি মামলা ও গ্রেফতার

মুরাদনগর

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১: ৫২
Thumbnail image
ভাঙচুর করা বাড়ি। ছবি: আমার শহর

কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের করিবারই গ্রামে গণপিটুনিতে একই পরিবারের দুই নারীসহ তিন নিহত হয়েছেন। মাদক ব্যবসায়ী সন্দেহে স্থানীয়দের সংগবদ্ধ পিটুনিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এছাড়াও হয়নি কোন মামলা। বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।  

গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনায় নিহতরা হলেন রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে ঝোনাকি। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি আছেন।

ওসি মাহফুজুর রহমান বলেন, আমরা গ্রেফতার তৎপরতা অব্যাহত রেখেছি। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। এছাড়াও মামলা প্রক্রিয়াধীন আছে। শুনেছি স্বজনরা দুপুরের পর মামলা দায়ের করবেন। 

উল্লেখ্য, মোবাইল চুরির ঘটনা নিয়ে নিহত রুবি আক্তারের পরিবারের সাথে স্থানীয়দের ঝগড়া বিবাধ হয়। সেসময় রুবি ও তার ছেলে বেশ কয়েকজনকে মারধর করে। এ ঘটনার সূত্রধরেই করইবাড়ি গ্রামবাসী একত্রিত হয়ে রুবির বাড়িতে হামলা করেন। এবং রুবিসহ তার পরিবারের চারজন বেদম মারধর করে। এসময় ঘটনাস্থলেই রুবি, তার মেয়ে ঝোনাকি ও ছেলে রাসেল নিহত হয়। রুবির অপর মেয়ে রুমাকে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত