মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

মুরাদনগর প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জসীম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে ঢাকার হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা কাফরুল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) ধারার ৮ (গ) মামলায় ২০২৩ সালে আদালত জসিম উদ্দিনকে যাবজ্জীবন সাজা প্রদান করে। এরপর থেকে জসীম উদ্দীন আত্মগোপন করেছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদনগর থানার এএসআই শামীম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঢাকার হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী জসীম উদ্দীনকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত