মুরাদনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

মুরাদনগর প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নে ইট প্রস্তুত ও পরিবেশের আইন লঙ্ঘন করায় ৩ টি ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ১টি ফিল্ডের চিমনি ভেঙ্গে দেয় প্রশাসন।

গতকাল বুধবার বিকেল এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

জানা যায়, মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সন্নিকটে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইট প্রস্তুত করার দায়ে শারমিন ব্রিকস, এস আর ব্রিকস ও মদিনা ব্রিকস নামে ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ।

এসময় তিনি শারমিন ব্রিকসকে ৫০ হাজার, এস আর ব্রিকসকে ৭০ হাজার ও মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শারমিন ব্রিকস এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ইট পোড়ানোর চেম্বার ভেঙ্গে দেয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মুরাদনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, অবৈধ ব্রিকস , কৃষি জমির মাটি ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত