শ্রম আইন লঙ্ঘনের দায়ে কুমিল্লায় বিদেশি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় বাঙ্গরা গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটির মহাব্যবস্থাপক ব্রিটিশ নাগরিক মি. এডউইন জর্জ বোলসকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে শ্রম আদালত। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটিকে চিহ্নিত সমস্যা সমাধানের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।  

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দায়েরকৃত মামলার ভিত্তিতে বুধবার  শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন।  
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুমিল্লার শ্রম পরিদর্শক গোলাম খাজা মো. মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রম আদালত সূত্র জানায়, তাল্লো বাংলাদেশ লিমিটেড (ত্রিশ এনার্জি গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান) বাঙ্গরা গ্যাস প্রসেসিং ফ্যাসিলিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তারা শ্রমিক কর্মচারীদের সাথে অনিয়ম করে আসছিল। তার মধ্যে অন্যতম অসামঞ্জস্য বেতন বৃদ্ধি, স্বজনপ্রীতি, শ্রমিকদের ৫ শতাংশ মুনাফায় অংশগ্রহণ তহবিল বিতরণ না করা। ২০২৪ সালের ৬ মে অভিযোগ অনুসন্ধানে গিয়ে কুমিল্লা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বাঙ্গরা গ্যাস ফিল্ডে সরেজমিন গিয়ে এর সত্যতা পান। পরে এই সমস্যা সমাধানে জন্য প্রতিষ্ঠানটিকে সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে ব্যর্থ হন। এরপর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে একে একে চারবার তাদের তাগিদপত্র দেওয়া হলেও কোম্পানি বেআইনি কার্যক্রম অব্যাহত রাখে। গত ১১ মার্চ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদিত চাকুরি বিধি, দশ বৎসরের উর্ধ্বে গ্রাচুইটির সঠিক হিসাব, আইনানুগ ট্রাস্টি বোর্ড গঠন এবং অসামঞ্জস্যপূর্ণ কর্ম ঘন্টার অভিযোগে শ্রম আদালতে মামলা করেন। গত ৩০ এপ্রিল মামলার প্রথম শুনানি তারিখ ধার্য থাকলেও কোম্পানির মহাব্যবস্থাপক এডউইন বোলস শুনানিতে হাজির হননি। পরে ২১ মে শ্রম আদালত মামলাটির দ্বিতীয় শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়।
 আদালতে হাজির হন কোম্পানির মহাব্যবস্থাপক ব্রিটিশ নাগরিক মি. এডউইন জর্জ বোলস এবং প্রশাসনের মিস হামিদা ভিরানি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত