মুরাদনগরে যুবদল নেতাকে বহিষ্কারের ঘটনাটি গুজব

মুরাদনগর প্রতিনিধি
Thumbnail image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মুরাদনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি গুজব বলে দাবি করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি রেজাউল করিম (শাহিন)।

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ভিপি রেজাউল করিম (শাহিন) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। নিচে তার দেয়া ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো:

নিন্দা জ্ঞাপনঃ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা উত্তর জেলার পক্ষ হতে ও আমার উত্তর জেলার বিপ্লবী সভাপতি জনাব মো: শাহাবুদ্দিন ভুইয়া (ভি.পি শাহাবুদ্দিন) ও আমি কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: রেজাউল করিম (ভি,পি শাহিন) অত্যন্ত নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুরাদনগর উপজেলার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহব্বায়ক, সময়ের সাহসী বীর যোদ্ধা, রাজপথের আন্দোলন সংগ্রামের অকুতোভয় সিপাহশালার, ফ্যাসিস্ট খুনী হাসিনা বিরোধীআন্দোলনে বহুবার কারা নির্যাতিত ও মামলা হামলার স্বীকার মো: মাসুদ রানা এর বিপক্ষে কে বা কাহারা উদ্দেশ্যে প্রনোদিত ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কুমিল্লা উত্তর জেলার নাম সম্বলিত প্যাড ব্যাবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছে যা কিনা কুমিল্লা উত্তর জেলা যুবদল এর ব্যাপারে অবগত নয়। আমি এইরূপ অপপ্রচারকারীদের প্রতি কুমিল্লা উত্তর জেলার পক্ষ হতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বলেন, একটি বিশেষ মহলের ইন্ধনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত