মুরাদনগরে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মুরাদনগর প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় রানী বালা সরকার (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া রাস্তার পাশে বাচ্চু মিয়ার বাড়ির পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তিনি কামাল্লা গ্রামের হিন্দুপাড়া জয়ন্ত সাহার বাড়ির মৃত নিবারণ সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেমুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ির পুকুরের মধ্যে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানায় নিয়ে যায়।

নিহতের স্বজনদের কাছ থেকে জানা যায়, রানী বালা সরকার মানসিকভাবে অসুস্থ ছিলো। সে ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো।

শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রানী বালা সরকারের লাশ শনাক্ত করে।

বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। তবে, কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত