নিজস্ব প্রতিবেদক

মধ্য রাতে ফুল নিয়ে কুমিল্লা-১০( নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার ঢাকার বাসায় গিয়ে একাত্নতা প্রকাশ করেছেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজির আহমেদ ভূঁইয়া। এ সময় নজির আহমেদ ঐক্যবদ্ধ বিএনপি করার ঘোষণা দেন। গফুর ভূঁইয়ার পক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দেন তিনি।
গতকাল শনিবার রাত ১২ টায় আব্দুল গফুর ভূঁইয়ার ঢাকার বাসায় যান নজির। নজিরও এই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল নাঙ্গলকোটের মাঠ পর্যালোচনা করে অদম্য সাহসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক দেয়। গফুর ভূঁইয়ার মনোনয়নে পুরো নাঙ্গলকোট ও লালমাই এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়। দলীয় নেতাকর্মীরা ‘ নিজের খাই গফুর ভাই’ শ্লোগান তুলে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।
জানতে চাইলে নজির আহমেদ ভূঁইয়া বলেন, আমি বিএনপির রাজনীতি করি। দলের প্রার্থীর পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি করতে চাই। উনি এই এলাকার এমপি ছিলেন। এবারও দল তাঁকে প্রতীক দিয়েছে। দলের বাইরে যাব না।
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া বলেন, বিএনপি এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের বেশির ভাগকেই দলীয় মনোনয়ন দিয়েছে। এই মুহুর্তে ঐক্যবদ্ধ বিএনপি দরকার। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সবাই দল করি আমরা। আমরা কাউকে দূরে রাখতে চাই না। সবাই ধানের শীষের জন্য কাজ করুক। নজির আহমেদ ভূঁইয়া আমার বাসায় এসেছেন। কাজ করবেন বলে জানিয়েছেন। বিএনপি বড় দল। আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আগামী নির্বাচন অনেক প্রশ্নের জবাব দেবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করবে। নাঙ্গলকোট ও লালমাইয়ের উন্নয়ন করবে। লালমাই ও নাঙ্গলকোটে গেলে মানুষ ধানের শীষের জন্য পাগল হয়ে যায়। তাঁরা তারেক রহমানকে দেখতে চায়।

মধ্য রাতে ফুল নিয়ে কুমিল্লা-১০( নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার ঢাকার বাসায় গিয়ে একাত্নতা প্রকাশ করেছেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজির আহমেদ ভূঁইয়া। এ সময় নজির আহমেদ ঐক্যবদ্ধ বিএনপি করার ঘোষণা দেন। গফুর ভূঁইয়ার পক্ষে নির্বাচনে কাজ করার ঘোষণা দেন তিনি।
গতকাল শনিবার রাত ১২ টায় আব্দুল গফুর ভূঁইয়ার ঢাকার বাসায় যান নজির। নজিরও এই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল নাঙ্গলকোটের মাঠ পর্যালোচনা করে অদম্য সাহসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর ভূঁইয়াকে ধানের শীষ প্রতীক দেয়। গফুর ভূঁইয়ার মনোনয়নে পুরো নাঙ্গলকোট ও লালমাই এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়। দলীয় নেতাকর্মীরা ‘ নিজের খাই গফুর ভাই’ শ্লোগান তুলে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।
জানতে চাইলে নজির আহমেদ ভূঁইয়া বলেন, আমি বিএনপির রাজনীতি করি। দলের প্রার্থীর পক্ষে, ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি করতে চাই। উনি এই এলাকার এমপি ছিলেন। এবারও দল তাঁকে প্রতীক দিয়েছে। দলের বাইরে যাব না।
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া বলেন, বিএনপি এবার উচ্চশিক্ষিত প্রার্থীদের বেশির ভাগকেই দলীয় মনোনয়ন দিয়েছে। এই মুহুর্তে ঐক্যবদ্ধ বিএনপি দরকার। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সবাই দল করি আমরা। আমরা কাউকে দূরে রাখতে চাই না। সবাই ধানের শীষের জন্য কাজ করুক। নজির আহমেদ ভূঁইয়া আমার বাসায় এসেছেন। কাজ করবেন বলে জানিয়েছেন। বিএনপি বড় দল। আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আগামী নির্বাচন অনেক প্রশ্নের জবাব দেবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করবে। নাঙ্গলকোট ও লালমাইয়ের উন্নয়ন করবে। লালমাই ও নাঙ্গলকোটে গেলে মানুষ ধানের শীষের জন্য পাগল হয়ে যায়। তাঁরা তারেক রহমানকে দেখতে চায়।