নাঙ্গলকোট প্রতিবন্ধী শিশুদের নিয়ে সেমিনার

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভূক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য বিষয়ক সেমিনার গতকাল রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিজা আক্তার বিথীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কুমিল্লা জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী।

বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকারিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিস উচ্চমান সহকারী আব্দুল মোমিন চৌধুরী, সুপারভাইজার তোরাব আলী, ইউনিয়ন সমাজকর্মী হুমায়ুন কবির, আব্বাস উদ্দিন, সোহেল খান, শফিউল আলম প্রমুখ। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত