নাঙ্গলকোটে দুই পদে নয়জনের মনোনয়ন সংগ্রহ

উপজেলা ও পৌরসভা বিএনপির কাউন্সিল

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গতকাল সোমবার নয়জন মনোনয়ন সংগ্রহ করেছেন। উপজেলা বিএনপির সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে একজন এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে তিনজন মনোনয়পত্র ক্রয় করেছেন। পৌরসভা বিএনপির সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে চারজন মনোনয়পত্র ক্রয় করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনী কাউন্সিলের সভাপতি পদে চারজন মনোনয়নপত্র ক্রয় করেছেন। তাঁরা হলেন, নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলী আক্কাছ চেয়ারম্যান ও সলিসিটর ইকরামুল হক মজুমদার।

সাধারণ সম্পাদক পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। তিনি হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান।

সাংগঠনিক সম্পাদকের দুটি পদে যারা মনোনয়নপত্র ক্রয় করেছেন তাঁরা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ কে এম সায়েম মজুমদার শিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও হাজী জসিম।

এদিকে পৌরসভা বিএনপির সভাপতি পদে দুইজন মনোনয়নপত্র ক্রয় করেছেন । তাঁরা হলেন-পৌরসভা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে ছোট নয়ন।

সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র ক্রয় করেছেন। তাঁরা হলেন- পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মাঈন উদ্দিন বাহার ও যুগ্ম আহ্বায়ক মাছুম বিল্লাহ।

সাংগঠনিক সম্পাদকের দুটি পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন চারজন। তাঁরা হলেন-পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সদস্য লোকমান হোসেন, জসিম উদ্দিন ও আল-মামুন।

উল্লেখ্য, নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনী কাউন্সিলের ১৬ সেপ্টেম্বর মনোনয়পত্র গ্রহণ এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ১৭ সেপ্টেম্বর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত