যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

নাঙ্গলকোটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র এলজিসহ এক যুবদল নেতাকে তার বাড়ি থেকে আটক করেছে।

গতকাল শনিবার সকালে লাকসাম-নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃত যুবদল নেতা হলেন, আজিম মাহমুদ খোকন (৪৪)। তিনি নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড ইউনিয়নের বাম (মজুদারপাড়া) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। নাঙ্গলকোট থানা পুলিশেন ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও নাঙ্গলকোট থানা পুলিশের একটি যৌথ দল আজিম মাহমুদের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এসময় আজিম মাহমুদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র এলজি উদ্ধার করা হয়। পরে তাকে নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, আজিম মাহমুদকে একটি দেশী অস্ত্র এলজিসহ তার বাড়ি থেকে আটক করা হয়। পরে অস্ত্র মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত