নাঙ্গলকোট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে মনোনয়ন না দেয়ায় তাঁর অনুসারী বিএনপি নেতাকর্মীরা আজ বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এসময় নেতাকর্মীরা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়নের দাবী জানান। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দেড় ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। অপর দিকে লাকসাম-নাঙ্গলকোট আঞ্চলিক সড়কে তীব্র যানযট দেখা দেয়।




অবরোধ চলাকালে নেতাকর্মীরা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে। অনির্দিষ্ট কালের জন্য অচল করে দেয়া হবে নাঙ্গলকোটের রেল ও সড়ক পথ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে মনোনয়ন না দেয়ায় তাঁর অনুসারী বিএনপি নেতাকর্মীরা আজ বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও নাঙ্গলকোট-লাকসাম আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করে। এসময় নেতাকর্মীরা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়নের দাবী জানান। অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-চাঁদপুর রেলপথে দেড় ঘন্টা ট্রেনচলাচল বন্ধ থাকে। ফলে ঢাকাগামী আন্তঃনগর গোধূলি এক্সপ্রেস হাসানপুর স্টেশন এবং চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস লাকসাম জংশনে আটকা পড়ে। অপর দিকে লাকসাম-নাঙ্গলকোট আঞ্চলিক সড়কে তীব্র যানযট দেখা দেয়।




অবরোধ চলাকালে নেতাকর্মীরা বলেন, ২০০৮ সালে মোবাশ্বের আলম ভূঁইয়া বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। আমাদের নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন না দিলে এই আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্রতর করা হবে। অনির্দিষ্ট কালের জন্য অচল করে দেয়া হবে নাঙ্গলকোটের রেল ও সড়ক পথ।