নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী হওয়ায় আমি তাঁর পক্ষে মাঠে নেমে গেছি। মনির ভাই প্রার্থী হওয়ায় আমি নির্বাচনে প্রার্থী হব না। দল শেষ বয়সে একজন শিক্ষিত, অভিজ্ঞ পার্লামেন্টরিয়ানকে এই আসনে প্রার্থী করেছে। তাঁকে জেতাতে সব ধরনের কাজ করব। মনিরুল হক চৌধুরী দলীয় প্রার্থী হওয়ায় বিএনপি সদরে টিকে গেছে। ইয়াছিন ও কায়সার ছাড়া সবাই এক ছাতার নিচে চলে আসছে। দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভোটের ক্ষেত্রে বড় ধরনের ফ্যাক্টর।
গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড়ের বাসায় এসব কথা বলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কৃত মো. মনিরুল হক সাক্কু।
মনিরুল হক সাক্কু বলেন, ‘ইয়াছিন সাব দলের মনোনয়ন পেলে আমি নির্বাচন করতাম। তিনি আমারে ২০২২ সালে সিটি নির্বাচনে মেয়র পদে একবার ৩৪৩ ভোটে ফেল করাইছে। পইলাবার কিছু মনে করি নাই। ২০২৪ সালে তিনি তাঁর শালার ( নিজাম উদ্দিন কায়সার) জন্য পুরো বিএনপিকে মাঠে নামাইছে। কয়ডা ভোট পাইছে। আজ আমি খুশি। উইকেট একটা পরছে। আরেকটা পরতে অইব। ’
সাক্কু বলেন, ‘আমি দলের মহাসচিবের কাছে দেখা করে বলেছি, মনিরুল হক চৌধুরী নির্বাচন বুঝেন। তাঁকে দলীয় মনোনয়ন দেন। তাঁকে না দিলে আমি ইয়াছিনের লগে প্রার্থী হব। নির্বাচনী মাঠে আমি আছি। মনির ভাইকে জেতাতে সব কিছু করব। এই মুহুর্তে বিএনপিকে ধরে রাখতে হবে। দলের সঙ্গে অভিমান করা যাবে না। এতো বড় মাপের নেতা এই আসনে উপহার দেওয়ায় নেত্রী ও তারেক রহমানকে অভিনন্দন জানাই। মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংসদ নির্বাচনে প্রার্থী হব না। তবে ইয়াছিন নমিনেশন পাইলে নির্বাচন করইতাম।’

কুমিল্লা -৬ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী হওয়ায় আমি তাঁর পক্ষে মাঠে নেমে গেছি। মনির ভাই প্রার্থী হওয়ায় আমি নির্বাচনে প্রার্থী হব না। দল শেষ বয়সে একজন শিক্ষিত, অভিজ্ঞ পার্লামেন্টরিয়ানকে এই আসনে প্রার্থী করেছে। তাঁকে জেতাতে সব ধরনের কাজ করব। মনিরুল হক চৌধুরী দলীয় প্রার্থী হওয়ায় বিএনপি সদরে টিকে গেছে। ইয়াছিন ও কায়সার ছাড়া সবাই এক ছাতার নিচে চলে আসছে। দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি ভোটের ক্ষেত্রে বড় ধরনের ফ্যাক্টর।
গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের নানুয়াদিঘির পাড়ের বাসায় এসব কথা বলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কৃত মো. মনিরুল হক সাক্কু।
মনিরুল হক সাক্কু বলেন, ‘ইয়াছিন সাব দলের মনোনয়ন পেলে আমি নির্বাচন করতাম। তিনি আমারে ২০২২ সালে সিটি নির্বাচনে মেয়র পদে একবার ৩৪৩ ভোটে ফেল করাইছে। পইলাবার কিছু মনে করি নাই। ২০২৪ সালে তিনি তাঁর শালার ( নিজাম উদ্দিন কায়সার) জন্য পুরো বিএনপিকে মাঠে নামাইছে। কয়ডা ভোট পাইছে। আজ আমি খুশি। উইকেট একটা পরছে। আরেকটা পরতে অইব। ’
সাক্কু বলেন, ‘আমি দলের মহাসচিবের কাছে দেখা করে বলেছি, মনিরুল হক চৌধুরী নির্বাচন বুঝেন। তাঁকে দলীয় মনোনয়ন দেন। তাঁকে না দিলে আমি ইয়াছিনের লগে প্রার্থী হব। নির্বাচনী মাঠে আমি আছি। মনির ভাইকে জেতাতে সব কিছু করব। এই মুহুর্তে বিএনপিকে ধরে রাখতে হবে। দলের সঙ্গে অভিমান করা যাবে না। এতো বড় মাপের নেতা এই আসনে উপহার দেওয়ায় নেত্রী ও তারেক রহমানকে অভিনন্দন জানাই। মনির ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সংসদ নির্বাচনে প্রার্থী হব না। তবে ইয়াছিন নমিনেশন পাইলে নির্বাচন করইতাম।’