নিজস্ব প্রতিবেদক

দুর্ঘটনাকবলিত বাসে কভার্ডভ্যানের ধাক্কায় সড়কে দাাঁড়িয়ে থাকা যাত্রী সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচরে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য হলেন ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মো. শাকিল হোসেন। তিনি কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। অপর নিহত যাত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মাশিকুল আলম। আহতরা হলেন-সেনা সদস্য হাবিবুর রহমান, মো. সজল মিয়া ও বাসযাত্রী মোস্তাফিজুর রহমান।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা রয়েল কোচের একটি বাস নলচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালকসহ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়ান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আরও একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হন। এ ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসে কভার্ডভ্যানের ধাক্কায় সড়কে দাাঁড়িয়ে থাকা যাত্রী সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচরে গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য হলেন ঢাকার ধামরাইয়ের বাসিন্দা মো. শাকিল হোসেন। তিনি কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত ছিলেন। অপর নিহত যাত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মাশিকুল আলম। আহতরা হলেন-সেনা সদস্য হাবিবুর রহমান, মো. সজল মিয়া ও বাসযাত্রী মোস্তাফিজুর রহমান।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা রয়েল কোচের একটি বাস নলচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর চালকসহ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়ান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আরও একটি কাভার্ডভ্যান এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হন। এ ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।