কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চত্বরে আল্লাহর ৯৯ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চত্বরে আল্লাহর গুণবাচক ৯৯ নামে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ভাস্কর্য।

ইসলামের দৃষ্টিতে আল্লাহর এই গুণবাচক নামসমূহের রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত। আলোকসজ্জার কারণে দিনের চাইতে রাতে ভাস্কর্যটি সৌন্দর্য বেড়ে যায় কয়েকগুণ।

রাতের চোখ ধাঁধানো আলোকসজ্জায় এক ভিন্নমাত্রার সৌন্দর্যে দর্শকদের পুলকিত করছে উপজেলা চত্বরের ভাস্কর্যটি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যা দেখতে আশপাশসহ দূরদূরান্ত থেকে আসছে দর্শনার্থীরা। আল্লাহর গুণবাচক নামসমূহে নির্মিত এ ভাস্কর্যটির প্রশংসা এলাকাবাসীসহ উপজেলা পরিষদে সেবা নিতে আসা মানুষের মুখে মুখে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম মাওলানা মাহফুজুর রহমান প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলাম সৌন্দর্য পছন্দ করে, সুন্দরের প্রতি উৎসাহিত করে। প্রাণীর অবয়ববিহীন সৃজনশীল যেকোনো ভাস্কর্য নির্মাণে ইসলামে বাধা নেই। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মতো দেশের সব গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে নান্দনিক ভাস্কর্য স্থাপিত হোক।

সামাজিক সংগঠন কুমিল্লা ন্যাশনাল ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুম বাবু বলেন, উপজেলা চত্বরে আল্লাহর গুণবাচক ৯৯ নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণের মধ্য দিয়ে সৌন্দর্য বেড়েছে উপজেলা পরিষদের। এতে বেশ প্রশংসার দাবী রাখে উপজেলা প্রসাশন। দৃষ্টি নন্দন এ স্তম্ভ দেখলে যে কারো চোখ জুড়িয়ে যায়। দূর-দূরান্ত থেকে অনেকেই দৃষ্টিনন্দন ভাস্কর্য দেখার জন্য আসছেন। অনেকেই আল্লাহর গুণবাচক ৯৯ নামের ভাস্কর্যের সাথে ছবি তুলে স্মৃতির ফ্রেমে নিজেকে আবদ্ধ করে রাখছেন।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম জানান, উপজেলা চত্বরে আল্লাহর গুণবাচক নামের দৃষ্টিনন্দন ভাস্কর্য দেখতে লোকজন আসছে।

ভাস্কর্যটি উপজেলা পরিষদে সেবা নিতে আসা লোকজনের দৃষ্টি আকর্ষণ করছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত