৭৮ বছরের শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

সাদা দাঁড়ি। লিকলিকে চেহারা। বসে আছেন ক্লাসরুমে। ৭৭ বছর আগের স্মৃতির কথা মনে করছেন আর কাঁদছেন। পাশেই বসা ছেলে ও নাতির বয়সীরা৷ তারাও একই ক্লাসের শিক্ষার্থী ছিলেন। ৭৭ প্রজন্মের এমন ব্যতিক্রমী মিলনমেলা হয় কুমিল্লার মুদাফরগন্জ ফাজিল মাদরাসা মাঠে। গত রবিবার মুদাফরগন্জ ফাজিল মাদরাসা ময়দানে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাইয়ের আহ্বায়ক মাও. শাহ মোহাম্মদ শফিকুর রহমান। স্বাগত বক্তব্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও শিক্ষকরা স্মৃতিচারণ করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. ক্বারী শামছুল হক, মাও. কবীর হোসেন, মাও. মাহবুবর রহমান, মাও. আবদুল ওয়াদুদ, মাও. মুফতী আবদুল মতিন,মাও. আবু তাহের মাও. ফরিদ আহমেদ। অনুষ্ঠানে ইসলামী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত