ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা, যৌথবাহিনীর হস্তক্ষেপ, ফাঁকাগুলি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৬: ০৮
Thumbnail image

ছয়দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা পর যৌথবাহিনীর ফাঁকাগুলি ও লাঠি চার্জের পর সড়ক ছাড়ে শিক্ষার্থীরা। এসময় হুড়োহুড়ি করে সড়ক ছাড়তে গিয়ে আহত হয় অন্তত ১০ জন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় আন্দোলনরতরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা দুইটার কিছু সময় পর কুমিল্লার কোটবাড়ি বিশ^রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সকাল সাড়ে ১১টায় কুমিল্লার কোটবাড়ি এলাকায় প্রায় দুই হাজার পলিটেকনিক শিক্ষার্থী ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রিট বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্পূর্ণভাবে অবরোধ করে রাখে, যা টানা দুই ঘণ্টা ধরে স্থায়ী ছিল।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘এই একমাত্র মহাসড়কটি দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ রুট হিসেবে পরিচিত। যার বিকল্প কোনো সমান্তরাল সড়ক নেই। ফলে অবরোধের কারণে কুমিল্লা অঞ্চলে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা করেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়তে একরকম অস্বীকৃতি জানান।’

‘এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য মৌখিকভাবে বারংবার অনুরোধ জানায় এবং সতর্ক করে। কিন্তু শিক্ষার্থীরা তাতে কর্ণপাত না করায় সেনাবাহিনী সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।’

জানা গেছে, শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে যৌথবাহিনীর ছোড়া ফাঁকাগুলিতে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এসময় সড়ক ছেড়ে দৌড়ে চলে যাওয়ার সময় সড়কে পড়ে আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। অনেকের গায়ে লাঠিচার্জের সময় আঘাত লাগে।

কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন আবদুল করিম খন্দকার বলেন, আমাদের এখানে আহত হয়ে কয়েকজন এসেছিলেন। তার মাঝে ফয়সাল নামের এক শিক্ষার্থী বেশি আহত হয়েছেন। অন্যরা রেজিস্ট্রিভুক্ত না করেই সেবা নিয়ে চলে যান। ফয়সালও সেবা নিয়ে চলে গেছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, যৌথবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা সড়ক ছেড়েছে। এখন যানচলাচল স্বাভাবিক আছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত