হত্যা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২১: ০১
Thumbnail image

কলকাতা থেকে ফিরে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি। আজ শুক্রবার ফেনীর মহিপাল  থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

গ্রেপ্তার হওয়া মিনহাদুল হাসান রাফি  কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মো. আবদুল্লাহ জানান, আগস্ট মাসে নাশকতার পরিকল্পনা ছিল গ্রেপ্তার রাফির। আজ শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত