কুমিল্লা সদর দক্ষিণে বাস চাপায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাসের চাপায় রোকেয়া আক্তার (২৭) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার সদর দক্ষিণ উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী ছিলেন।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, রোকেয়া আক্তার হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকারী বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত