দিলনাশি মোহসেন

ডাক্তার যোবায়দা হান্নান আমাদের কাছে থেকে চলে গেছেন ১৪ বছর হল। সময় দ্রুত চলে যাচ্ছে। মনে হয় এইতো সেদিন আপার সঙ্গে কলকাতা গেলাম। অনবদ্য স্মৃতি। যখন তখন আপার বাসায় খাবার খাওয়া। কথা না হলেই ফোন করে খবর নেওয়া। হঠাৎ কোন অনুষ্ঠানে সাথে নিয়ে যাওয়া এ সমস্ত আপার নিয়মিত ব্যাপার ছিল।
মজার ব্যাপার হলো যাকেই জিজ্ঞাসা করবেন আপার কথা সে বলবে উনি তো আমার কাছের মানুষ। সকলের উত্তর এক। চিন্তা করে মিলাতে পারি না কিভাবে সবাই কাছের মানুষ হতে পারে। আসলেই আপা সকলকে একইভাবে দেখতেন।এই কাজটি খুব সহজ নয়। ওনার মতো নারীর পক্ষে সম্ভব হয়েছিল।
সময়ের ব্যাপারে আপা খুব সচেতন ছিলেন। কেউ এ ধারা না মানলে খুব মন খারাপ করতেন। আপা একটি স্বনামধন্য পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ব্যক্তি জীবনে তিনি সহজ ও সাবলীল ছিলেন। সে কারণেই তিনি কুমিল্লার মেয়ে না হয়েও বড় বড় প্রতিষ্ঠান কুমিল্লাতে উপহার দিয়েছেন। এ সমস্ত কাজ করতে গিয়ে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তিনি জানতেন কাজ কিভাবে করতে হয়। তাই তো তার কীর্তিগুলো এখনও আমাদের সামনে জাজ্জ্বল্যমান। মহান আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। এই কামনা।
দিলনাশি মোহসেন: প্রধান নির্বাহী, মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন

ডাক্তার যোবায়দা হান্নান আমাদের কাছে থেকে চলে গেছেন ১৪ বছর হল। সময় দ্রুত চলে যাচ্ছে। মনে হয় এইতো সেদিন আপার সঙ্গে কলকাতা গেলাম। অনবদ্য স্মৃতি। যখন তখন আপার বাসায় খাবার খাওয়া। কথা না হলেই ফোন করে খবর নেওয়া। হঠাৎ কোন অনুষ্ঠানে সাথে নিয়ে যাওয়া এ সমস্ত আপার নিয়মিত ব্যাপার ছিল।
মজার ব্যাপার হলো যাকেই জিজ্ঞাসা করবেন আপার কথা সে বলবে উনি তো আমার কাছের মানুষ। সকলের উত্তর এক। চিন্তা করে মিলাতে পারি না কিভাবে সবাই কাছের মানুষ হতে পারে। আসলেই আপা সকলকে একইভাবে দেখতেন।এই কাজটি খুব সহজ নয়। ওনার মতো নারীর পক্ষে সম্ভব হয়েছিল।
সময়ের ব্যাপারে আপা খুব সচেতন ছিলেন। কেউ এ ধারা না মানলে খুব মন খারাপ করতেন। আপা একটি স্বনামধন্য পরিবারের জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু ব্যক্তি জীবনে তিনি সহজ ও সাবলীল ছিলেন। সে কারণেই তিনি কুমিল্লার মেয়ে না হয়েও বড় বড় প্রতিষ্ঠান কুমিল্লাতে উপহার দিয়েছেন। এ সমস্ত কাজ করতে গিয়ে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তিনি জানতেন কাজ কিভাবে করতে হয়। তাই তো তার কীর্তিগুলো এখনও আমাদের সামনে জাজ্জ্বল্যমান। মহান আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। এই কামনা।
দিলনাশি মোহসেন: প্রধান নির্বাহী, মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন