বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ

গ্রামীণ উন্নয়নে আখতার হামিদ খানের কুমিল্লা পদ্ধতি বিদেশিরা এখনও অনুসরণ করছে

একান্ত সাক্ষাৎকার

আমার শহর ডেস্ক
Thumbnail image

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ। গত ১২ মে তিনি ওই পদে যোগদান করেন। তাঁর যোগদানের পর বার্ডের বিভিন্ন কর্মকাণ্ডে আরও গতি আসে। গতকাল রোববার দুপুরে তাঁর দপ্তরে কথা হয় বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান, বার্ডের জনবল কাঠামো, পরিচালনা পর্ষদের সভা, কুমিল্লা পদ্ধতি, বিদেশিদের কাছে বার্ডের বিভিন্ন পদ্ধতির ব্যবহার ও কর্মপন্থা নিয়ে কথা হয়। সাক্ষাৎকার নিয়েছেন আমার শহরের সম্পাদক গাজীউল হক সোহাগ।

আমার শহর: বার্ডে জনবল সংকট আছে। শূন্যপদ কবে পূরণ হবে?

সাইফ উদ্দিন আহমেদ : বার্ডে অনুমোদিত জনবল ৩৬৫ টি। এর মধ্যে শূন্য ৮৮ টি। বর্তমানে ২৭৭ জন কাজ করছেন। শূন্যপদের ১৯ টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হবে। ৬৯ টি পদে সরাসরি লোক নিয়োগ দেওয়া যাবে। শূন্যপদে লোকবল নিয়োগের জন্য অলরেডি মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেয়েছি। এর মধ্যে নবম গ্রেডে সহকারী পরিচালক পদে সাতটি পদ পূরণ করা যাবে। ১০তম গ্রেড বা তার নিচের ৪৩ টি পদের কাগজপত্রও মন্ত্রণালয়ে আছে। এগুলোর অনুমোদন আশা করি মার্চ মাসেই চলে আসবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আমার শহর: বার্ড পরিচালনা পর্ষদের সভা কি নিয়মিত হচ্ছে?

সাইফ উদ্দিন আহমেদ : বার্ড পরিচালনা পর্ষদের সভা নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে। পরিচালনা পর্ষদ বার্ডের শক্তিশালী বডি। আগে নিয়মিত সভা হতো না । এখন হচ্ছে।

আমার শহর: শুনেছি, বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের কুমিল্লা পদ্ধতি নিয়ে কোরিয়া কাজ করতে চায়। তারা আপনাদের ৩৮ মিলিয়ন দেবে। একটু বলবেন কি?

সাইফ উদ্দিন আহমেদ : স্থানীয় সরকারের উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন নিয়ে কোরিয়া আমাদের সঙ্গে কাজ করবে। কোরিয়ার কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি সংক্ষেপে কইকা প্রথমে আমাদের ৩০ মিলিয়ন দেবে বলে নিশ্চিত করেছিল। পরে সেটি আরও আট মিলিয়ন বাড়ানো হয়। ৩৮ মিলিয়ন দিয়েছে ওরা। কোরিয়ান মডেলের সঙ্গে কুমিল্লা মডেল মিলিয়ে ক্জ করবে। গ্রামীণ উন্নয়নে আখতার হামিদ খানের কুমিল্লা পদ্ধতি এখনও বিদেশিরা অনুসরণ করছে।

আমার শহর : আখতার হামিদ খানকে বার্ড কতটুকু মনে করে, রাখে। তাঁর কর্মকাণ্ড সম্পর্কে নতুন প্রজন্মকে জানায়?

সাইফ উদ্দিন আহমেদ : প্রতিদিনই বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খানকে বার্ডের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের কাজ দিয়ে স্মরণ করেন। তাঁর জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হয় । বার্ডের প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিবছর ২৭ মে তাঁকে স্মরণ করা হয়। তাঁর জীবনী বই আকারে তুলে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও গবেষকেরা তাঁর বই নেন। আখতার হামিদ খান এখন আরও বেশি জনপ্রিয়। তিনি ছিলেন বিনয়ী, সৎ ও আদর্শবান ব্যক্তি। তিনি অমর। তাঁর নাম কেউ মুছতে পারবে না।

আমার শহর: বার্ড দেশ বিদেশের মানুষের কাছে বেশ পরিচিত। বার্ডে রয়েছে বিরল প্রজাতির গাছগাছালি। টিলাঘেরা মনোলোভা দৃশ্য। জ্ঞানচর্চার সুন্দর পরিবেশ। এটাকে কিভাবে দেখেন?

সাইফ উদ্দিন আহমেদ : বার্ড আসলেই সুন্দর। এখানকার প্রতিটি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন। বার্ডের হোস্টেল, আন্তর্জাতিক হোস্টেল সবই নামকরা। আমরা বার্ডকে গবেষণা, প্রায়োগিক গবেষণা ও প্রশিক্ষণে আরও এগিয়ে নিতে চাই। সেজন্য সবার সহযোগিতা দরকার।

আমার শহর: আপনাকে ধন্যবাদ

সাইফ উদ্দিন আহমেদ : আমার শহরকেও ধন্যবাদ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত