কুমিল্লায় পরিবেশ অধিদপ্তরের অফিস নেই

সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রে চলছে দাপ্তরিক কাজ

লোকবল সংকটও আছে

গাজীউল হক সোহাগ
Thumbnail image

সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রে চলছে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের জেলা শাখার কার্যক্রম। নিজস্ব ভবন না থাকায় কুমিল্লা নগরের আদালতের উত্তর পাশে কার্জন পুকুরের পশ্চিমপাড়ের কেন্দ্রে কাজ চলে । তার ওপর আছে লোকবল সংকটও। মামলা পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নেই আলাদা ম্যাজিস্ট্রেটও। এ অবস্থায় কুমিল্লার গোমতী নদী, লালমাই পাহাড়, দিঘি ও পুকুর ভরাট তদারকি চলছে ঢিমেতালে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা শাখার কার্যক্রম হাউজিং এস্টেট ২ নম্বও সেকশনে ভাড়া বাসায় চালু হয়। ২০১৯ সালের ১৫ জুন দোতলা বিশিষ্ট সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র চালু হয়। এরপর এখানে পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম চালু হয়। প্রতিষ্ঠালগ্নে এই দপ্তর সহকারী পরিচালক দিয়ে চালু হয়। পরে এখানকার শীর্ষপদ উপপরিচালক হয়।

কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ে ১৪ টি পদের মধ্যে ছয়টি পদ শূন্য। পরিদর্শক , গবেষণা সহকারী, নমুনা সহকারী, ল্যাব এটেনডেন্ট,ডাটা এন্ট্রি অপারেটর ও এমএলএসের একটি করে পদ শুন্য। তবে উপপরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র কেমিস্ট,পরিদর্শক দুইজন,হিসাবরক্ষক, গাড়িচালক ও নমুনা সংগ্রহকারী একজন আছেন।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব বলেন,‘ সারাদেশে পরিবেশ অধিদপ্তরের ৩১ টি অফিস হবে। কুমিল্লায়ও হবে। কুমিল্লা পাসপোর্ট অফিসের পাশে জায়গা দেখা হচ্ছে। এরপর নতুন ভবনে আমরা যাব। আপাতত একই মন্ত্রণালয়ের বায়ু কেন্দ্রে কাজ চালাচ্ছি।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সাবেক উপপরিচালক ( বর্তমানে ফেনী জেলার উপপরিচালক) শওকত আরা কলি গতকাল সন্ধ্যায় আমার শহরকে বলেন,‘ আলাদা অফিসের জন্য আমরা বহুবার চিঠি দিয়েছি। অবশেষে ৩১ টি জেলায় অফিস হবে। কুমিল্লায়ও হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত