ডাকসু নির্বাচন: শিবির প্যানেলের স্বামী-স্ত্রী দুজনই বিজয়ী

আমার শহর ডেস্ক
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী' জোটের দুই পদে স্বামী-স্ত্রী বিজয়ী হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রায়হান-সালমা দম্পতি।

ডাকসু নির্বাচন ২০২৫ এ শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে অংশ নেওয়া ডাকসুর ইতিহাসে প্রথম স্বামী-স্ত্রী দুজনই জয় লাভ করেছেন।

ঢাবির ২০১৮-১৯ সেশনের ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্বামী রায়হান উদ্দিন ৫ হাজারেরও বেশি ভোট পেয়ে ডাকসুর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে স্ত্রী উম্মে সালমা কমনরুম, পাঠকক্ষ এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, তারা দুজনেই ঢাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং তাদের পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়ায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত