সামনে আমাদের অত্যন্ত বড় পরীক্ষা হলো নির্বাচন: পররাষ্ট্র উপদেষ্টা

Thumbnail image

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সামনে আমাদের অত্যন্ত বড় টেস্ট (পরীক্ষা) আছে, সেটা হলো নির্বাচন। একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটাতে কারও কোনো অভিযোগ থাকবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে উপদেষ্টা আরও বলেন, যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারা ভোটকেন্দ্রে গণ্ডগোল করার চেষ্টা করতে পারে। সেটা মনে রেখেই যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে- আমরা তাদের কাছে দায়িত্ব বুঝে দিয়ে চলে যাবো।সংস্কারের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কার করার চেষ্টা করছি। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে বলে আশা করছি।

সভায় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষকরা এখন অনেক বেতন পান, কিন্তু তারা সেইভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন না। আমার পরিবার একটি স্কুল চালায়। সেই স্কুলটি সরকারি হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার মানের কোনো উন্নয়ন হয়নি।বর্তমানে বিশ্বজুড়ে দক্ষ জনশক্তির প্রচণ্ড চাহিদা থাকলেও বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা কম বেতনের চাকরির জন্য বেশি অর্থ খরচ করে বিদেশে যাচ্ছে বলে মন্তব্য করেপররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১০ জন লোককে নেওয়া হবে, ১০ হাজার লোক আছে ওই চাকরিটা নেওয়ার জন্য। কারণ এখানে কোনো দক্ষতার প্রয়োজন হয় না। অথচ দক্ষ জনশক্তির প্রচণ্ড ডিমান্ড (চাহিদা) আছে সমস্ত পৃথিবীতে। অনেক ক্ষেত্রেই আমরা দক্ষতা বলে মনে করি, আসলে সেটার তেমন কোনো ডিমান্ড নেই।

তিনি বলেন, বাজারের সঙ্গে একটা ইন্টারফেস তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। বাজারে কী ধরনের স্কিলের ডিমান্ড আছে, সেই স্কিলটা তৈরি করা। আমরা গতানুগতিক করে যাচ্ছি। আমি সরকারের অংশ কাজেই দোষটা আমারও কিন্তু আংশিক। আমরা চেষ্টা করছি। আমরা কানাডা ও জাপানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, ওখানকার কোনো একটি প্রতিষ্ঠান আমাদের দেশে এসে তাদের ডিমান্ড অনুযায়ী ট্রেনিং দিক। আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউট তাদেরকে দিয়ে দেব।

স্কিলড ম্যানপাওয়ারের ডিমান্ড এবং বেতনও অনেক বেশি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের দেড় কোটি লোক দেশের বাহিরে আছেন। তার মধ্যে প্রায় এক কোটি কর্মী। আমাদের রেমিট্যান্সের ওপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। কিন্তু এই রেমিট্যান্স এই মানুষগুলোর কাছ থেকেই এর দ্বিগুণ হতে পারতো, তিনগুণ হতে পারতো যদি তারা আসলে সবাই স্কিলড হতো।

বিভিন্ন দেশের ভাষার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাপানি ভাষায় এন-ফোর স্তর পাস করতে পারলে তাদের জাপানে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তির সুযোগ হয়। ভর্তির পর সপ্তাহে ২৮ ঘণ্টা কাজ করে থাকা-খাওয়া ও পড়ালেখার খরচ বহন করেও দেশে টাকা পাঠানো সম্ভব, কারণ জাপানে বেতন অত্যন্ত বেশি।

তিনি উল্লেখ করেন, যে ছেলেটি আরবি বলতে পারে, সে মিডলইস্টে গেলে তার বেতন দ্বিগুণ হয়ে যায়। আর ইংরেজি বলতে পারলে তার বেতন তিনগুণ হয়। তিনি উদাহরণ দেন, একই কাজ করেও ইংরেজি বলতে না পারায় ইন্ডিয়া থেকে যাওয়া এক শ্রমিকের বেতন এক-তৃতীয়াংশ হয়, কারণ তার বেতনের দুই গুণ ‘কফিলের’ পকেটে যায়। মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। মতবিনিময় সভায় রংপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রাণিসম্পদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় রংপুরের পুলিশ সুপার মারুফত হোসেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তোফায়েল আহমেদ দাবি করেন, রংপুর জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ৫আগস্টের পর পুলিশ বাহিনী সব ধকল কাটিয়ে উঠেছে।

এদিকে, আজ শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরেরংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়ি পৌঁছান। কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতের পর তিনি আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ আবু সাঈদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে তিনি বাবনপুর শালপাড়া মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবু সাঈদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।এ সময় আবু সাঈদ ফাউন্ডেশন এর সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আবু হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে জার্সি উপহার দেন।এসময় আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শফিকুল ইসলাম।বিকালে উপদেষ্টা ক্যাডেট কলেজ পরিদর্শন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত