ষড়যন্ত্রের জন্য লাখ লাখ টাকা ব্যয় করা হয়েছে: মনিরুল হক চৌধুরী

মোহাম্মদ শরীফ
Thumbnail image

সাবেক সংসদ সদস্য ও হুইপ মনিরুল হক চৌধুরী বলেছেন, আমাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, এখন যদি রুখতে না পারেন আপনাদের অস্তিত্ব থাকবে না। ওরা চাচ্ছে মনির হটাও। বার বার এই আসনকে ভেঙে চুরমার করা হয়েছে। আমাকে তিন ভাগ করার চেষ্টা করা হচ্ছে। দলকে বলব, যদি তিন টুকরো করা হয়, আমাকে তিনটি আসন থেকেই নির্বাচন করার মনোনয়ন দিতে হবে।

বাগমারা উত্তর বালুর মাঠে সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী শুক্রবার এক লাখ লোক নিয়ে সমাবেশ করা হবে। সতর্ক করে গেলাম, যদি এবার এক নির্বাচনী এলাকা না করতে পারেন বিপদ আছে। কেউ নাকি লাখ লাখ টাকা দিছে ষড়যন্ত্রের জন্য। এদের কাউকে ছাড়া হবে না। আমি দুর্নীতি দমন কমিশন যাব তাদের উৎস জানতে।

সাবেক কুমিল্লা-৯ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে লালমাইতে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাগমারা উত্তর বালুর মাঠে এই জনসভা আয়োজন করা হয়। বিএনপি থেকে নির্বাচিত কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা এই সভার আয়োজন করেন। বিকেলে ছোট ছোট মিছিলে নানা শ্লোগানে জনসভা প্রান্তে মিলিত হন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। মাঠপূর্ণ জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হুইপ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

সভায় সাবেক কুমিল্লা-৯ ( সদর দক্ষিণ, লালমাই ও সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড) পুনর্বহালের দাবিতে বক্তব্য রাখেন বিএনপির নেতারা। দাবি বাস্তবায়িত না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত