কুমিল্লায় বিএনপির প্রতিবাদ ও সংহতি শোভাযাত্রা

ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

গাজা ও রাফায় ইসরায়েলি বর্বোরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে নগরে প্রতিবাদ সমাবেশ ও সংহতি শোভাযাত্রা হয়েছে। বিকেল পাঁঁচটায় কুমিল্লা নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের লাগোয়া দলীয় কার্যালয়ের সামনে থেকে সংহতি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নগরের ২৭ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কুমিল্লা দক্ষিণ জেলা ও আদর্শ সদও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

DSC_5070

পরে দলীয় কার্যালয়ের সামনে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শওকত আলী বকুল, আতাউর রহমান ছুট্রি, বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমান, আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম ও সদস্য সচিব সফিউল আলম রায়হান প্রমুখ।

DSC_5107

সমাবেশে মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, ফিলিস্তিনী মুসলমানদের ওপর হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। গাজা ও রাফায় শিশু ও সাংবাদিকদের হত্যার পাশাপাশি নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, হচ্ছে। বিএনপি এই মামলার তীব্র নিন্দা জানায়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কর্মসূচি করা হয়। অবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত