মান ভাঙাতে ইয়াছিনকে করা হলো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য

Thumbnail image
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন। বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

দলীয় সূত্রে জানা গেছে, আমিন উর রশিদ ইয়াছিন চলতি বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ছিলেন। দলের আহবায়ক থেকে বাদ পড়ায় তিনি ও তাঁর অনুসারীরা অসন্তুষ্ট হন। এর প্রভাব পড়ে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে। এরপরেও আমিন উর রশিদ ইয়াছিন দলের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান। গত কয়েকদিনে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের ইয়াছিনের অনুসারীরা স্থান পান। এবার তিনিও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন। 

উল্লেখ্য, আমিন উর রশিদ ইয়াছিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ২৫ জুন সাবেক মন্ত্রী আকবর হোসেনের মৃত্যুর পর তিনি কুমিল্লা জেলা বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২২ সালের ৩০ মে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হন। 

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমাদের প্রিয় নেতাকে বুধবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে। এতে আমরা খুশি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত