কুমিল্লা সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মো. রেজাউল কাইয়ুমকে আহবায়ক ও শফিউল আলম রায়হানকে সদস্য সচিব করে কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে।

গত ৬ এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ওই কমিটির অনুমোদন দেন।

আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ওমর ফারুক, আবুল কাশেম চেয়ারম্যান, অধ্যাপক ফরহাদ হোসেন ভূঁইয়া, ফারুক আহম্মদ, আবুল হোসেন, আলী হোসেন, খোরশেদ আলম সিআইপি, আবু তাহের আবুল, মোস্তফা সারওয়ার, কবির হোসেন, আবু সারোয়ার উৎপল, সামছুল আলম সামু, জহিরুল ইসলাম অন্তর।

উপজেলা বিএনপির সদস্য পদে রয়েছেন যথাক্রমে মমিনুল ইসলাম ভূঁইয়া, মুকুল হোসেন, জাফর ইকবাল, অলি উল্লাহ মাষ্টার, জহিরুল ইসলাম, আলমগীর হোসেন, রবিউল করিম রবি, আনিসুজ্জামান ভুইয়া, অহিদুর রহমান মাস্টার, আরব আলী, আব্দুল মান্নান মনা, মনির হোসেন ভূঁইয়া, নজির আহমেদ, নুর আহমেদ শরীফ (কাজী শরীফ), আবুল হোসেন, আবুল কালাম আজাদ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত