ডাকসু নির্বাচন

দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি

আমার শহর ডেস্ক
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ একাধিক ব্যালট পেপার দেওয়ার ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল-যা অভিযোগকারী ভোটারও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন। তবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাটি নিষ্পত্তি করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এমনকি ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনাতেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত