চৌদ্দগ্রামে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২২: ২৯
Thumbnail image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসায় দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলের উদ্যোগে ইফতার অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী অংশগ্রহণ করে।

শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ ফিরোজ, খোরশেদ কবির শিপন, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব এম জহির উদ্দিন, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট কাজল, নিজামুল হক মজুমদার, মোহাম্মদ আলী, আব্দুল হক, যুবদল নেতা ইয়াছিন পারভেজ, উপজেলা শ্রমিকদলের সভাপতি কামরুল হাসান মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল বলেন, রমজানের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রেখেছি। গত ৫ আগস্ট ছাত্রদল, যুবদল ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ জনগণের অধিকার ফিরে দিতে সক্ষম হয়েছে প্রিয় নেতা তারেক রহমান। আমি মনে করি, প্রিয় নেতা তারেক রহমানের হাত ধরে অল্প কিছুদিনের মধ্যে দেশ ক্ষুধামুক্ত ও স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত