• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে

সভাপতি পদে সুমন ও সাধারণ সম্পাদক পদে ওয়াসিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৫
logo

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৫
Photo

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে আগামী শনিবার বিকেল তিনটায় টাউন হল মাঠে। এতে সভাপতি পদে বর্তমান আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমই হচ্ছেন। সিনিয়র সহসভাপতি পদে আমিরুজ্জামান ও জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা জামান, মাহাবুব আলম চৌধুরী ও সরওয়ার জাহান ভূঁইয়া দোলনসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ও অর্ধ লক্ষাধিক ডেলিগেটস উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে পুরো টাউন হল মাঠজুড়ে প্যান্ডেল হচ্ছে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। টাউন হলের চারপাশে ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় বিলুপ্ত রজনীগন্ধ্যা কমিউনিটি সেন্টারে। ওই সম্মেলনকে ঘিরে কান্দিরপাড় পুবালী চত্বর , রামঘাট থেকে লাকসাম সড়ক পর্যন্ত টান টান উত্তেজনা ছিল। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির তৎকালীন সহসভাপতি বেগম সারোয়ারী রহমানের অনুরোধে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু একা তাঁর পক্ষ থেকে অংশ নেন। ওই সম্মেলনে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন। এরপর বছরের পর বছর বিএনপির সম্মেলন হয়নি। ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহবায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি হয়। ওই কমিটি উপজেলা ও পৌরসভা পর্যায়ে কমিটি গঠন করতে ব্যর্থ হয়। তৃণমূলে দলও গোছাতে পারেনি বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করা হয়। এই কমিটি গত সাড়ে সাত মাসে কুমিল্লার ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৬ টি ইউনিয়ন ও ১ হাজার ১৭ টি ওয়ার্ডে সম্মেলন কওে গণতান্ত্রিক পদ্ধতিতে। এতে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ২৭ সেপ্টেম্বরের সম্মেলন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের এসআর প্ল্যানেটে জাকারিয়া তাহের সুমনের রাজনৈতিক কার্যালয়ে ( দলীয় কার্যালয়ে সংস্কার কাজ চলায়) এক প্রস্তুতি সভা হয়। এতে আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে ওই সভা হয়। এতে সম্মেলন সার্থক করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি কমিটির কাজের অগ্রগতি জানানো হয়। পরে আহবায়ক কমিটির সদস্যরা কুমিল্লা টাউন হল মাঠ পরিদর্শনে যান।

জানতে চাইলে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, উৎসব মুখর পরিবেশে সম্মেলন হবে। সেই লক্ষেই সভা হবে। জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি আমরা এক, অভিন্ন ও ঐক্যবদ্ধ।

Thumbnail image

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে আগামী শনিবার বিকেল তিনটায় টাউন হল মাঠে। এতে সভাপতি পদে বর্তমান আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমই হচ্ছেন। সিনিয়র সহসভাপতি পদে আমিরুজ্জামান ও জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা জামান, মাহাবুব আলম চৌধুরী ও সরওয়ার জাহান ভূঁইয়া দোলনসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

সম্মেলনে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ও অর্ধ লক্ষাধিক ডেলিগেটস উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে পুরো টাউন হল মাঠজুড়ে প্যান্ডেল হচ্ছে। পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পুরো নগরী। টাউন হলের চারপাশে ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় বিলুপ্ত রজনীগন্ধ্যা কমিউনিটি সেন্টারে। ওই সম্মেলনকে ঘিরে কান্দিরপাড় পুবালী চত্বর , রামঘাট থেকে লাকসাম সড়ক পর্যন্ত টান টান উত্তেজনা ছিল। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির তৎকালীন সহসভাপতি বেগম সারোয়ারী রহমানের অনুরোধে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু একা তাঁর পক্ষ থেকে অংশ নেন। ওই সম্মেলনে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন। এরপর বছরের পর বছর বিএনপির সম্মেলন হয়নি। ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহবায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি হয়। ওই কমিটি উপজেলা ও পৌরসভা পর্যায়ে কমিটি গঠন করতে ব্যর্থ হয়। তৃণমূলে দলও গোছাতে পারেনি বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করা হয়। এই কমিটি গত সাড়ে সাত মাসে কুমিল্লার ১০টি উপজেলা, চারটি পৌরসভা, ১০৬ টি ইউনিয়ন ও ১ হাজার ১৭ টি ওয়ার্ডে সম্মেলন কওে গণতান্ত্রিক পদ্ধতিতে। এতে কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ২৭ সেপ্টেম্বরের সম্মেলন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা নগরের এসআর প্ল্যানেটে জাকারিয়া তাহের সুমনের রাজনৈতিক কার্যালয়ে ( দলীয় কার্যালয়ে সংস্কার কাজ চলায়) এক প্রস্তুতি সভা হয়। এতে আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে ওই সভা হয়। এতে সম্মেলন সার্থক করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি কমিটির কাজের অগ্রগতি জানানো হয়। পরে আহবায়ক কমিটির সদস্যরা কুমিল্লা টাউন হল মাঠ পরিদর্শনে যান।

জানতে চাইলে সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, উৎসব মুখর পরিবেশে সম্মেলন হবে। সেই লক্ষেই সভা হবে। জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি আমরা এক, অভিন্ন ও ঐক্যবদ্ধ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হচ্ছে

২

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি

৩

এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

৪

নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী

৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সম্পর্কিত

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজ ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে অংশীজনের সঙ্গে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

১ দিন আগে
এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

১ দিন আগে
নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী

নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী

কোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১ দিন আগে
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

১ দিন আগে