ম্যাজিক নেতা তারেক রহমানকে দেখতে সবার চোখ টেলিভিশনে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার খবর দেখতে সবার চোখ এখন টেলিভিশনে ( যাঁরা ৩০০ ফিটে যেতে পারেননি)। ঘরে ঘরে, টিভির শো রুমের সামনে মানুষের জটলা। কুমিল্লার আকাশ কুয়াশায় মোড়ানো। এই আবহাওয়ায় পরিবারের সদস্যরা মিলে মিশে দেখছেন টিভি। নগরের অন্তত ১০ টি স্পট ও বাসায় গিয়ে দুপুরে এই দৃশ্য দেখা গেছে।

জিলা স্কুল সড়কের এক আওয়ামী লীগ সমর্থক বলেন, তারেক রহমানের অনুষ্ঠানটা দেখছি। শেখ হাসিনার প্রত্যাবর্তন আমরা দেখিনি। শুনেছি। কিন্তু এই সময়ে তারেক রহমানের বর্ণিল আয়োজনের ছবি দেখছি।

বাগিচাগাঁও এলাকার এক বিএনপি সমর্থক বলেন, খাটে বসে কম্বল মুড়িয়ে টিভি দেখছি। এতো মানুষ । এতো নিরাপত্তার মধ্য বরণের অনুষ্ঠানের সাক্ষী হতে টিভি দেখছি।

বিএনপিকর্মী মফিজুল ইসলাম বলেন, টেলিভিশন ও মোবাইল ফোনে আছি। নানা খবর দেখছি। তারেক রহমানের হাত নাড়া, ঢাকার সড়ক। লাখো জনতা। ৩০০ ফিটের মঞ্চ, সবই দেখছি। আজ আমাদের জন্য আনন্দের দিন।

১৭ বছর পর তারেক রহমান আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন। আজ এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আগামী বছর থেকে বিএনপি ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত