• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> রাজনীতি

নাঙ্গলকোটের সম্মেলনের পরই জেলা বিএনপির সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১: ৩৭
logo

নাঙ্গলকোটের সম্মেলনের পরই জেলা বিএনপির সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১: ৩৭
Photo

আগামী ২০ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হতে পারে। তার আগে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন হবে ভোটাভুটিতে। নাঙ্গলকোটের সম্মেলনের পরই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী তপশিল ঘোষণার আগেই কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০ টি উপজেলা ও চারটি পৌরসভা বিএনপির নেতাকর্মীদের চাঙা রাখতে চায় দলটি। গত ১৪ দিনে কুমিল্লার নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার সম্মেলন হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের বেশির ভাগই তৃণমূলের প্রতিনিধি। বিএনপির নেতাকর্মী, সমর্থকেরা মুখিয়ে আছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্তত ছয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও কুমিল্লা মহানগর বিএনপির প্রথম আহবায়ক আমিরুজ্জামান কে যুগ্ম আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনকে সদস্য করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি আরও ৩৬ জনকে যুগ্ম আহবায়ক ও সদস্য করে ৪১ জনের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি করা হয়। এই কমিটিতে একজন আহবায়ক, ১১ জন যুগ্ম আহবায়ক ও ২৯ জনকে সদস্য করা হয়।

ওই কমিটি ঘোষণার পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলার অধিভুক্ত ১০ টি উপজেলা ও চারটি পৌরসভার এক হাজার ১৭টি ওয়ার্ডে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড বিএনপির সম্মেলন হয়। পরে ১০৩ টি ইউনিয়নে বিএনপির সম্মেলন হয়। কোথাও ভোটাভুটি, কোথাও একক প্রার্থী, কোথাও একজন অন্যজনকে ছাড় দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক হন।

এদিকে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের পর গত ১৪ আগস্ট থেকে উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন শুরু হয়। ১৪ আগস্ট মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা সম্মেলন হয়। ১৬ আগস্ট বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন হয়। ২২ আগস্ট লাকসাম পৌরসভা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে ভোটাভুটিতে ৫০০ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মজির আহমেদ। নির্বাচনে ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন আরেক সভাপতি প্রার্থী আবুল হাশেম মানু। ২৪ আগস্ট বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা সম্মেলন হয়। ২৫ আগস্ট আদর্শ সদর উপজেলা, ২৬ আগস্ট সদর দক্ষিণ ও লালমাই উপজেলা, ২৭ আগস্ট চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি হয়। ১৪ দিনের মধ্যে নয়টি উপজেলা ও তিনটি পৌরসভা বিএনপির সম্মেলন হয়। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা সম্মেলন হবে। ওই সম্মেলনে ভোটাভুটিতে নেতৃত্ব নির্বাচন হবে। নাঙ্গলকোটের সম্মেলনের পর জেলার সম্মেলন হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন বলেন, ছাত্রজীবন থেকে ছাত্রদল দিয়ে বিএনপির রাজনীতিতে জড়িত। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ছাত্রদল থেকে জিএস ছিলাম। জেলা ছাত্রদলের নেতৃত্বে ছিলাম। বিএনপির যুগ্ম সদস্য সচিব হয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসংখ্য সাংগঠনিক সভা, ওয়ার্ড সম্মেলন, ইউনিয়ন সম্মেলন, পৌরসভা ও উপজেলা সম্মেলনে গিয়েছি। এতো সুশৃঙ্খল, গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলে বিএনপির কমিটি হতে আমি দেখিনি। একজন আহবায়ক পুরো বিএনপিকে পাল্টে দিয়েছেন। ৪১ জনের আহবায়ক কমিটির দুয়েকজন ছাড়া সবাই তৃণমূলে বিএনপির সম্মেলন করতে উপজেলা ও পৌরসভায় গেছেন। কারও বাড়িতে বসে নেতৃত্ব নির্বাচন করা হয়নি। দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিকভাবে এগিয়ে আছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী মাসে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি হবে। এরপরই জেলা সম্মেলন হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ও পৌরসভা পর্যায়ে দল চাঙা করেছি। সব আসনে এবার বিএনপি জিতবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেন,‘ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন। আমরা একটা টিম। সব নেতাদের উপজেলায় নেতৃত্ব বাছাই করতে, দল গুছাতে যেতে হয়েছে। তৃণমূল বিএনপির শক্তি, এটা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। আমরাও সেইভাবে কুমিল্লাকে সাজিয়েছি। আগামী নির্বাচনে আমাদের মনোনীত এমপি প্রার্থীরা তার সুফল পাবেন। আমরা ভোট করে, নির্বাচন কমিশন করে নেতা বের করে এনেছি। কুমিল্লা জেলায় নিকট অতীত এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়েছে কিনা আমার ৩৫ বছরের রাজনৈতিক জীবনে মনে পড়ে না। কুৃমিল্লার যেই গ্রামে গেছি, সেখানে মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানের দলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া বলেন,‘ জাকারিয়া তাহেরের মতো এতো স্বচ্ছ, সাংগঠনিক নেতা আমি দেখিনি। আমার উপজেলা ও পৌরসভায় তিনি যেভাবে সম্মেলন করেছেন, আমার জীবনে এতো সুন্দরভাবে সম্মেলন হতে বা করতে কাউকে দেখিনি। তাঁর সাংগঠনিক যোগ্যতা আমাকে মুগ্ধ করেছে। তিনি জনসমর্থনকে মূল্যায়ন করেছেন স্বচ্ছ পদ্ধতিতে। ’

Thumbnail image

আগামী ২০ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হতে পারে। তার আগে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন হবে ভোটাভুটিতে। নাঙ্গলকোটের সম্মেলনের পরই কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী তপশিল ঘোষণার আগেই কুমিল্লার ছয়টি সংসদীয় আসনের ১০ টি উপজেলা ও চারটি পৌরসভা বিএনপির নেতাকর্মীদের চাঙা রাখতে চায় দলটি। গত ১৪ দিনে কুমিল্লার নয়টি উপজেলা ও তিনটি পৌরসভার সম্মেলন হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের বেশির ভাগই তৃণমূলের প্রতিনিধি। বিএনপির নেতাকর্মী, সমর্থকেরা মুখিয়ে আছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির অন্তত ছয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও কুমিল্লা মহানগর বিএনপির প্রথম আহবায়ক আমিরুজ্জামান কে যুগ্ম আহবায়ক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিনকে সদস্য করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি আরও ৩৬ জনকে যুগ্ম আহবায়ক ও সদস্য করে ৪১ জনের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি করা হয়। এই কমিটিতে একজন আহবায়ক, ১১ জন যুগ্ম আহবায়ক ও ২৯ জনকে সদস্য করা হয়।

ওই কমিটি ঘোষণার পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলার অধিভুক্ত ১০ টি উপজেলা ও চারটি পৌরসভার এক হাজার ১৭টি ওয়ার্ডে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড বিএনপির সম্মেলন হয়। পরে ১০৩ টি ইউনিয়নে বিএনপির সম্মেলন হয়। কোথাও ভোটাভুটি, কোথাও একক প্রার্থী, কোথাও একজন অন্যজনকে ছাড় দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক হন।

এদিকে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলনের পর গত ১৪ আগস্ট থেকে উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন শুরু হয়। ১৪ আগস্ট মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা সম্মেলন হয়। ১৬ আগস্ট বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন হয়। ২২ আগস্ট লাকসাম পৌরসভা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে ভোটাভুটিতে ৫০০ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মজির আহমেদ। নির্বাচনে ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন আরেক সভাপতি প্রার্থী আবুল হাশেম মানু। ২৪ আগস্ট বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা সম্মেলন হয়। ২৫ আগস্ট আদর্শ সদর উপজেলা, ২৬ আগস্ট সদর দক্ষিণ ও লালমাই উপজেলা, ২৭ আগস্ট চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি হয়। ১৪ দিনের মধ্যে নয়টি উপজেলা ও তিনটি পৌরসভা বিএনপির সম্মেলন হয়। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা সম্মেলন হবে। ওই সম্মেলনে ভোটাভুটিতে নেতৃত্ব নির্বাচন হবে। নাঙ্গলকোটের সম্মেলনের পর জেলার সম্মেলন হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন বলেন, ছাত্রজীবন থেকে ছাত্রদল দিয়ে বিএনপির রাজনীতিতে জড়িত। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ছাত্রদল থেকে জিএস ছিলাম। জেলা ছাত্রদলের নেতৃত্বে ছিলাম। বিএনপির যুগ্ম সদস্য সচিব হয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসংখ্য সাংগঠনিক সভা, ওয়ার্ড সম্মেলন, ইউনিয়ন সম্মেলন, পৌরসভা ও উপজেলা সম্মেলনে গিয়েছি। এতো সুশৃঙ্খল, গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলে বিএনপির কমিটি হতে আমি দেখিনি। একজন আহবায়ক পুরো বিএনপিকে পাল্টে দিয়েছেন। ৪১ জনের আহবায়ক কমিটির দুয়েকজন ছাড়া সবাই তৃণমূলে বিএনপির সম্মেলন করতে উপজেলা ও পৌরসভায় গেছেন। কারও বাড়িতে বসে নেতৃত্ব নির্বাচন করা হয়নি। দক্ষিণ জেলা বিএনপি সাংগঠনিকভাবে এগিয়ে আছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আগামী মাসে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি হবে। এরপরই জেলা সম্মেলন হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা ও পৌরসভা পর্যায়ে দল চাঙা করেছি। সব আসনে এবার বিএনপি জিতবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেন,‘ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি একটি শক্তিশালী সংগঠন। আমরা একটা টিম। সব নেতাদের উপজেলায় নেতৃত্ব বাছাই করতে, দল গুছাতে যেতে হয়েছে। তৃণমূল বিএনপির শক্তি, এটা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন। আমরাও সেইভাবে কুমিল্লাকে সাজিয়েছি। আগামী নির্বাচনে আমাদের মনোনীত এমপি প্রার্থীরা তার সুফল পাবেন। আমরা ভোট করে, নির্বাচন কমিশন করে নেতা বের করে এনেছি। কুমিল্লা জেলায় নিকট অতীত এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়েছে কিনা আমার ৩৫ বছরের রাজনৈতিক জীবনে মনে পড়ে না। কুৃমিল্লার যেই গ্রামে গেছি, সেখানে মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানের দলকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন।

সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া বলেন,‘ জাকারিয়া তাহেরের মতো এতো স্বচ্ছ, সাংগঠনিক নেতা আমি দেখিনি। আমার উপজেলা ও পৌরসভায় তিনি যেভাবে সম্মেলন করেছেন, আমার জীবনে এতো সুন্দরভাবে সম্মেলন হতে বা করতে কাউকে দেখিনি। তাঁর সাংগঠনিক যোগ্যতা আমাকে মুগ্ধ করেছে। তিনি জনসমর্থনকে মূল্যায়ন করেছেন স্বচ্ছ পদ্ধতিতে। ’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি

২

এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

৩

নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী

৪

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

৫

বিএনপির উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক : মঈন খান

সম্পর্কিত

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজ ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে অংশীজনের সঙ্গে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

১৮ ঘণ্টা আগে
এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

এনসিপি পাচ্ছে না শাপলা প্রতীক

২১ ঘণ্টা আগে
নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী

নির্বাচনে কাউকেই সবুজ সংকেত দেওয়া হয়নি: রিজভী

কোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২১ ঘণ্টা আগে
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এ জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

১ দিন আগে