ধর্ষণ-সহিংসতার বিরুদ্ধে ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, নারী সহিংসতা, নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে কলেজের ডিগ্রি শাখায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ধর্ষণ ও নারী সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করে বক্তারা বলেন, আমরা সব সময় দেখে এসেছি বাংলাদেশের নারীরা সব সময় দেশ রক্ষায় সোচ্চার ছিল। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নারীরা জীবনও দিয়েছে। জুলাই আন্দোলনেও নারীরা প্রথম কাতারে ছিল। নেতৃত্ব দিয়েছে। কিন্তু নারীরা আজ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে। তারাই আজ ধর্ষণের শিকার হচ্ছে। যেটি আমাদের মোটেও কাম্য ছিল না। একটি দেশের উন্নয়নে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেখানে যদি প্রতিনিয়ত নারীরা ধর্ষণের স্বীকার হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানী, ওমর ফারুক, সোলাইমান মুন্সি, ইশরাক মোল্লা, একেএম রাশেদুজ্জামান রাজু, মানিক মুনতাসীর, তানভীর, তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধর্ষকের শাস্তি হোক শুধুমাত্র মৃত্যুদণ্ড দাবি করে বক্তারা বলেন, গত দুইদিনে সংবাদপত্রগুলোতে ২০টিরও বেশি ধর্ষণের ঘটনা এসেছে। যার মধ্যে ১০ এর অধিক ছিল শিশু। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই? গত সাত-আট মাসে অনেক আইন করেছেন। কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায়?

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত