দেশে এসে সবুজ ঘাসে খালি পায়ে জন্মভূমিতে তারেক রহমান, হাতে নিলেন এক মুঠো মাটি , সবার আগে বাংলাদেশ বাসে করে ৩০০ ফিটের পথে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

নির্বাসন শেষে দেশে এসে সবুজ ঘাসে খালি পায়ে মাটিতে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিছুক্ষণ মাটিতে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি হাতে নিলেন এক মুঠো মাটি। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৯ মিনিটে তিনি হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। দুপুর ১২ টা ৩৫ মিনিটে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে ‘সবার আগে বাংলাদেশ ’লেখা বাসে করে বরণ অনুষ্ঠানে যাচ্ছেন। তাঁর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। সড়কের দুই পাশে লাখো জনতা। তাঁদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা। ধানের ছড়া।

এদিকে মঞ্চ ঘিরে আছেন লাখো লাখে বিএনপিসহ লাখো লাখো জনতা। সেখানে তাকে বরণের বর্ণিল আয়োজনে অংশ নেবেন তারেক রহমান। ১৭ বছর পর তিনি দেশের মাটিতে। এ এক অভূতপূর্ব আবেগঘন মুহুর্ত। ঐতিহাসিক এই দিনকে স্মরণীয় করে রাখতে এক অবিস্মরণীয় আয়োজন এটি।

তারেক রহমানকে বরণ করতে মঞ্চে ডিজিটাল স্কীনে বিএনপির নানা ধরনের প্রচারণা তুলে ধরা হচ্ছে। লিডার আসছে আওয়াজে প্রকম্পিত ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে। ধীর গতিতে সংবর্ধনা স্থলে যাচ্ছে তাঁকে বহনকারী বাস। গণসংবর্ধনা শেষে তিনি তাঁর মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

এর আগে সকাল নয়টা ৫৬ মিনিটে তাঁকে বহনকারী বিমান পূণ্যভূমি সিলেটে এসে নামে। এরপর তিনি সিলেট হয়ে ঢাকায় আসেন। লন্ডন থেকে তিনি গতকাল রাত ১২ টা ২৩ মিনিটে বিমানে উঠেন।

৩০০ ফিট এলাকা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ আহমেদ আমার শহরকে বলেন, লাখো লাখো মানুষের পদচারণায় মুখর ৩০০ ফিট এলাকা। মানুষের উচ্ছ¦াস , শ্লোগানে একাকার।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনে রাজনৈতিক নির্বাচনে যান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত