রোববার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আমার শহর ডেস্ক
Thumbnail image

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা ৭টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ শনিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন ইসহাক দার। ঢাকার পাকিস্তান হাইকমিশনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

সফরকালে ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

তার এই সফরে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত