আমার শহর ডেস্ক
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পর জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে জাতীয় সমন্বয় পার্টি (এনসিপি)। নিবন্ধনের আবেদনপত্রের সঙ্গে দলটি তাদের পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা ফুল’ দাবি করেছে।
রোববার (২২ জুন) নিবন্ধনের সময়সীমার শেষ দিনে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দলের গঠনতন্ত্র, সদস্য তালিকা, জেলা ও উপজেলা কমিটি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম, ভোটার তালিকা ও সাংগঠনিক কাঠামোর বিস্তারিত তথ্য। দলটি জানিয়েছে, তারা ইতোমধ্যে ৩০টিরও বেশি জেলায় কার্যকর কমিটি গঠন করেছে এবং অন্তত ১৩০টি উপজেলায় সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে।
দলটির আহ্বায়ক কমিটির এক সদস্য জানিয়েছেন, শাপলা প্রতীকটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংবেদনশীলতার প্রতীক—এই ভাবনাকে কেন্দ্র করেই তারা প্রতীকটি নির্বাচন করেছেন। তিনি বলেন, শাপলা আমাদের জাতীয় ফুল, এতে শান্তির প্রতিচ্ছবি আছে। আমরা চাই রাজনীতিতে শৃঙ্খলা, সংলাপ ও সম্মিলনের বার্তা দিতে।”
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধন চেয়ে পাঠানো আবেদনপত্রের সঙ্গে এনসিপি তাদের গঠনতন্ত্র, দলীয় কাঠামো, সদস্য তালিকা এবং ৩১টি জেলা কমিটির পূর্ণাঙ্গ তথ্য সংযুক্ত করেছে। এসব তথ্য এখন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
এদিকে রোববার আরও ৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। তবে এনসিপির পক্ষে শাপলা প্রতীক চাওয়া এবং দলটির দ্রুত সাংগঠনিক বিস্তার নির্বাচন কমিশনের দৃষ্টি কেড়েছে বলেও এক কর্মকর্তা ইঙ্গিত দেন।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের পর জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে জাতীয় সমন্বয় পার্টি (এনসিপি)। নিবন্ধনের আবেদনপত্রের সঙ্গে দলটি তাদের পছন্দের প্রতীক হিসেবে ‘শাপলা ফুল’ দাবি করেছে।
রোববার (২২ জুন) নিবন্ধনের সময়সীমার শেষ দিনে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে দলের গঠনতন্ত্র, সদস্য তালিকা, জেলা ও উপজেলা কমিটি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম, ভোটার তালিকা ও সাংগঠনিক কাঠামোর বিস্তারিত তথ্য। দলটি জানিয়েছে, তারা ইতোমধ্যে ৩০টিরও বেশি জেলায় কার্যকর কমিটি গঠন করেছে এবং অন্তত ১৩০টি উপজেলায় সাংগঠনিক ভিত্তি তৈরি করেছে।
দলটির আহ্বায়ক কমিটির এক সদস্য জানিয়েছেন, শাপলা প্রতীকটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংবেদনশীলতার প্রতীক—এই ভাবনাকে কেন্দ্র করেই তারা প্রতীকটি নির্বাচন করেছেন। তিনি বলেন, শাপলা আমাদের জাতীয় ফুল, এতে শান্তির প্রতিচ্ছবি আছে। আমরা চাই রাজনীতিতে শৃঙ্খলা, সংলাপ ও সম্মিলনের বার্তা দিতে।”
ইসি সূত্রে জানা গেছে, নিবন্ধন চেয়ে পাঠানো আবেদনপত্রের সঙ্গে এনসিপি তাদের গঠনতন্ত্র, দলীয় কাঠামো, সদস্য তালিকা এবং ৩১টি জেলা কমিটির পূর্ণাঙ্গ তথ্য সংযুক্ত করেছে। এসব তথ্য এখন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
এদিকে রোববার আরও ৭টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। তবে এনসিপির পক্ষে শাপলা প্রতীক চাওয়া এবং দলটির দ্রুত সাংগঠনিক বিস্তার নির্বাচন কমিশনের দৃষ্টি কেড়েছে বলেও এক কর্মকর্তা ইঙ্গিত দেন।
আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৯ ঘণ্টা আগেআগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
১ দিন আগেআগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
১ দিন আগে