নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ

আমার শহর ডেস্ক
Thumbnail image

এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে।

আজ শনিবার সকালে বরগুনা জেলায় দলীয় কার্যাক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ না করার বিষয়টি মধ্যযুগীয় ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এসময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারী ভাবে।

এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করেছে বলে অভিযোগ করে তিনি বলেন এনসিপিকে শাপলা প্রতিক না দিলে নির্বাচন কমিশনকে তার ব্যাখ্যা দিতে হবে।

৫ আগস্টের আগে শেখ হাসিনার আমলে জবাবদিহিতাবিহীন রাষ্ট্র ছিলো বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত