প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ

কুমিল্লা-১১ আসন নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছেন ডা. তাহের

আমার শহর ডেস্ক
Thumbnail image

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, চৌদ্দগ্রামে এমনিতেই ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজারের উপরে। নতুন করে সদর দক্ষিণ যুক্ত করাতে ভোটার সংখ্যা ৫ লাখ ৭০ হাজারের উপরে হয়ে গেছে । যা কোনভাবেই গ্রহনযোগ্য নয়। তাই আগের মতোই চৌদ্দগ্রাম নিয়েই কুমিল্লা-১১ আসন হোক । প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে সেই আপত্তি জানিয়ে আসছি।

গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাই।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামায়েত ইসলামীর স্বাগত জানিয়েছে। ডা. তাহের বলেন, জামায়াতের দাবি খুব স্পষ্ট, আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনে ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। যেটা সংসদে একটা পোরশন আমরা একমত হয়েছি- সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন আপার হাউজে। কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউজ এন্ড লোয়ার হাউস বোথ। এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়ালাইজ করার জন্য চেষ্টা করব।

এর আগে কুমিল্লা-১১ আসন আগের মতোই রাখার দাবিতে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত