কুমিল্লার সাবেক ছাত্রদল নেতা ভিপি জসিমের মৃত্যুতে শােক জানিয়েছেন মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোক বার্তা দেওয়া হয়।

এচাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসভাপতি বরকত উল্লাহ বুলু ও সহ সাংগঠনিক সম্পাদক মো মোস্তাক মিয়াও শোক বার্তা দেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুও শোক বার্তা দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত