৬৯ মামলা থেকে মুক্তি পেলেন জামায়াতের সাবেক সেক্রেটারি

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপির হিংসার বলি হয়ে ৬৯ মামলায় আসামি হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান। দীর্ঘ ১২ মাস ২ দিন পর সোমবার সকালে কুমিল্লা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে আদালত থেকে সব মামলায় জামিন দেয়া হয় তাকে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমির মহসিন কবির।
শাহ মো. মিজান অভিযোগ করেন, আওয়ামী লীগের সাজানো আলোচিত বাসে আগুন দিয়ে ৮ জনকে পুড়িয়ে হত্যার মামলার মিথ্যা অভিযোগে ২০২৪ সালের ২ মার্চ তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধু তা-ই নয়, ৬৯ মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল। এক মামলায় জামিন পেলে অন্য আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাত। এক কথায়-আমাকে ফ্যাসিস্ট সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের হিংসার বলি করা হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভের পর কারাফটকে শাহ মিজানকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি হোসাইন আহম্মেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, কাশিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহআলম।
এদিকে শাহ মিজানকে শত শত নেতাকর্মী মোটর সাইকেল ও গাড়ির শোভাযাত্রা করে কাশিনগর বাজারে সংবর্ধনা দেওয়া হয়। কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমির মহাসিন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, কাশিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাজী আবুল কাশেম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

কাশিনগর বাজারে সংক্ষিপ্ত পথসভায় শাহ মো. মিজানুর রহমান আরও বলেন, চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যা মামলার মিথ্যা অভিযোগে আমার তিন ভাইকে আসামি করা হয়েছে। আজ জালিমের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। চৌদ্দগ্রামের মানুষের প্রিয় নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্ব নতুন করে সারা দেশের ন্যায় চৌদ্দগ্রামকে জানানো হবে, ইনশাআল্লাহ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত