এই বছরেই নির্বাচন আশা করে বিএনপি: মির্জা ফখরুল

সাক্ষাৎকার
Thumbnail image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার প্রস্তাবের যেগুলোতে ঐকমত্য হবে সেগুলো সামনে নিয়ে নির্বাচন হবে যা পরে নির্বাচিতরা বাস্তবায়ন করবে। প্রধান উপদেষ্টার কথার ভিত্তিতে বিএনপি চলতি বছরেই নির্বাচন আশা করে বলেও জানান তিনি।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) ঠাকুরগাঁও বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় মির্জা ফখরুল এসব কথা বলেন।

ড. ইউনূসের চীন সফরকে বর্তমান সরকারের বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সরকার পরিবর্তনের সাথে চীন তার ভাবনা পরিবর্তন করেছে। এখন সব রাজনৈতিক দলের সাথেই কথা বলছে। বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়নে চীন ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত