আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫১
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল) আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন দুই ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ।

আজ রোববার সকাল ১১টার দিকে বিজয়নগরের চান্দুরা এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়।

অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে এবং দুই পাশে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ।

প্রতিবাদকারীরা জানান, তারা কোনোভাবেই নিজেদের এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে বিচ্ছিন্ন করতে দেবেন না। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনের শুনানিকালে এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ও এনসিপি নেতাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

/র

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত