অভ্যন্তরীন রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশা করিনা: সারজিস

সাক্ষাৎকার
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৬: ২৫
Thumbnail image

অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ সোমবার ( ২৪ মার্চ ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায়।

গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সারজিস। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই বলেও জানান সারজিস আলম। তিনি বলেন, হাসনাতের লেখাটার সঙ্গে কিছু ক্ষেত্রে আমার দ্বিমত ছিল। তবে পুরো বক্তব্যের সঙ্গে কিন্তু দ্বিমত ছিল না। একটা বিষয়ে ও যেভাবে রিসিভ করেছে স্বাভাবিকভাবে আরেকজন অন্যভাবে রিসিভ করবে।

এনসিপি নেতা বলেন, নতুন করে রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া এ বিষয়গুলোতে কোনো দ্বিমত নেই। পার্টির পক্ষ থেকে যা বলা হয়েছে ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত। এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়।

তিনি বলেন, আমরা আশা করবো বাংলাদেশ সেনবাহিনীর যে রেসপেক্টট জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসাবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে তাদের হস্তক্ষেপ কখনেই প্রত্যাশা করবো না। বরং প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি যে দায়বদ্ধতা ও কাজ সেটা তারা পালন করে যাবে সেটা আমাদের প্রত্যাশা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত