বরুড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২৩: ২৪
Thumbnail image
কায়সার আলম সেলিম ও সৈয়দ জহিরুল হক স্বপন।

কায়সার আলম সেলিমকে আহবায়ক ও সৈয়দ জহিরুল হক স্বপনকে সদস্য সচিব করে কুমিল্লার বরুড়া উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সর্দারকে আহবায়ক ও মো. মফিজুল ইসলামকে সদস্য সচিব করে কুমিল্লার বরুড়া পৌরসভা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে।

গত ১ এপ্রিল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ওই কমিটির অনুমোদন দেন।

বরুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ রেজাউল হক, আবদুল হক, আবদুল মান্নান, হুমায়ুন কবির পাটোয়ারী, জাকির হোসেন, শাহ আলম, মো. মোয়াজ্জেম হোসেন কল্লোল, নূরুল ইসলাম ও মোস্তফা কামাল।

উপজেলা বিএনপির সদস্য পদে রয়েছেন যথাক্রমে জাকারিয়া তাহের সুমন, খায়রুল এনাম খান তৌফিক, জুনাব আলী , কাজী নাজমুস সাদাত সাধন, মোজাম্মেল হক মজু, রফিকুল ইসলাম, অহিদুজ্জামান ভূঁইয়া নান্নু, ওমর ফারুক, মহিউদ্দিন মজুমদার বাবুল, আমির হোসেন ভূঁঞা, আবু বকর মো. শাহ আলম,আবুল খায়ের, মোজাম্মেল হক ভূঁঞা, আবদুর রব, শাহিনা মমতাজ, রুহুল আমিন, জহির উদ্দিন স্বপন, মিজানুর রহমান, বাবুল হোসেন ও মশিউর রহমান চৌধুরী মহসিন।

বরুড়া পৌরসভার যুগ্ম আহবায়ক মো. মনিরুজ্জামান, আবু হানিফ, কাজী রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন গাজী, সাব্বির আহমেদ শিব্বির, তাপস লাল দত্ত, মোস্তফা জামান হানিফ, মোবারক হোসেন,আবুল কালাম।

পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হলেন হারুনুর রশিদ চৌধুরী, জহিরুল ইসলাম, শাহ আলম চৌধুরী, বাবুল পাটোয়ারী, আবদুল লতিফ, ফরিদ উদ্দিন, ফরিদ মিয়া, ফজলুল হক, আবুল হাসান, মিন্নত আলী, তরিকুল ইসলাম, মিসির আলী সর্দার, আবদুল খালেক, আক্তার হোসেন, সফিক উল্যাহ শাহ, হাফেজ রবিউল, আবুল কাশেম, রফিকুল ইসলাম, মমতাজ মিয়া ও রাজিব দত্ত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত