কোনো সনদই সংবিধানের ঊর্ধ্বে নয়

আমার শহর ডেস্ক
Thumbnail image

জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা আছে। কিছু দফায় বিএনপি একমত, কিছু দফার সঠিক উপস্থাপন হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, কোনো সনদই সংবিধানের ঊর্ধ্বে নয়।

আজ মঙ্গলবার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সব দলের ঐকমত্য হওয়া দফাগুলো কীভাবে বাস্তবায়িত হবে, আর যেসব বিষয়ে আপত্তি (নোট অব ডিসেন্ট) আছে সেগুলোর সমাধান কী হবে-সেই পর্যালোচনা করেই আমরা মতামত দেব। তিনি জুলাই সনদে সংবিধান সংশোধনের প্রস্তাবের কথা স্বীকার করে যোগ করেন, অনেক বিষয় নির্বাহী আদেশ বা অধ্যাদেশে বাস্তবায়নযোগ্য। তবে সংবিধান সংশোধন এবং ঐকমত্যের বিষয়গুলো পরবর্তী সংসদকে দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

তবে দ্বিতীয় দফার আলোচনায় অঙ্গীকারনামায় জুলাই সনদের কিছু দফা যুক্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, কোনো সনদই সংবিধানের ঊর্ধ্বে নয়। এভাবে উপরে রাখার চেষ্টা ভবিষ্যতের জন্য ক্ষতিকর নজির সৃষ্টি করবে। তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না-এমন বক্তব্যও যথার্থ নয়।

আলোচনার শেষে সালাহউদ্দিন আশাবাদ ব্যক্ত করেন, সার্বিক বিবেচনায় আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত